Site icon Jamuna Television

শুক্রবার থেকে ফ্রান্সে দ্বিতীয়বারের মতো দেশজুড়ে লকডাউন জারি

শুক্রবার থেকে ফ্রান্সে দ্বিতীয়বারের মতো দেশজুড়ে লকডাউন জারি

করোনার প্রকোপ ঠেকাতে ফ্রান্সে দ্বিতীয়বারের মতো দেশজুড়ে লকডাউন জারি হচ্ছে। বুধবার প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাকরন জানান, শুক্রবার থেকে কার্যকর হবে নিষেধাজ্ঞা; বলবৎ থাকবে গোটা নভেম্বর মাসেও।

২৪ ঘণ্টায় কোভিড নাইনটিনে আড়াইশ’ প্রাণহানি এবং ৩৬ হাজারের বেশি সংক্রমণ শনাক্তের পর এলো এ ঘোষণা। চিকিৎসা এবং খুব জরুরি কাজ ছাড়া ঘরের বাইরে বের হতে পারবেন না ফরাসিরা। পুরোপুরি বন্ধ থাকবে রেস্তোরাঁ-পানশালা। তবে আপাতত শিক্ষা প্রতিষ্ঠান আর কলকারখানা খোলা রাখা হবে।

এপ্রিলের পর, চলতি সপ্তাহে করোনার রেকর্ড সংক্রমণ শনাক্ত হয় ফ্রান্সে। দেশটিতে এ পর্যন্ত সাড়ে ৩৬ হাজার মারা গেছেন করোনায়; আক্রান্ত প্রায় সাড়ে ১২ লাখ।

ম্যাকরন বলছেন, দ্রুত ব্যবস্থা না নিলে আরও ৪ লাখ মৃত্যু দেখতে হতে পারে।

Exit mobile version