Site icon Jamuna Television

সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা আটক

সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা আটক

স্টাফ রিপোর্টার:

নেত্রকোণায় সৎ মেয়েকে (মায়ের দ্বিতীয় স্বামী) ধর্ষণের অভিযোগে বাবাকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নেত্রকোনা পৌর শহরের কাটলী গ্রামের ৫ম শ্রেণী পড়ুয়া কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠে মায়ের দ্বিতীয় স্বামী রাসেল মিয়ার (৩২) বিরুদ্ধে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ রাত ১০টার দিকে ঘটনাস্থলে এসে অভিযুক্তকে আটক করে।

জানা যায়, ভুক্তভোগী কিশোরীর মায়ের সাথে ৯ বছর আগে বিয়ে হয় অভিযুক্ত রাসেল মিয়ার। তার বাড়ি মানিকগঞ্জ জেলায়।

নেত্রকোণা মডেল থানায় ওসি তাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে ওই কিশোরী বাদী হয়ে অভিযুক্ত বাবার বিরুদ্ধে মামলা দায়ের করেছে।

Exit mobile version