Site icon Jamuna Television

রাজনৈতিক কারণেই অনেক সাংবাদিককে কারাগারে নেয়া হয়েছে: ফখরুল

রাজনৈতিক কারণেই অনেক সাংবাদিককে কারাগারে নেয়া হয়েছে: ফখরুল

দেশের গণমাধ্যমের ওপর চাপ অনেক বেশি মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কেবল রাজনৈতিক কারণেই অনেক সাংবাদিককে কারাগারে নেয়া হয়েছে।

বৃহস্পতিবার সকালে ঢাকা রিপোটার্স ইউনিটির রজতজয়ন্তীর র‍্যালি উদ্বোধন করে তিনি এসব কথা বলেন মির্জা ফখরুল।

বিএনপি মহাসচিব বলেন, দেশের দুঃসময়ে সাংবাদিকদের যথাযথ দায়িত্ব পালন করতে হবে। দেশের আইনশৃঙ্খলা বাহিনী নিয়ে মার্কিন ১০ সিনেটরের বিবৃতির জন্য বর্তমান রাজনৈতিক পরিস্থিতিই দায়ী। তিনি বলেন, এটি দেশের জন্য লজ্জাজনক।

Exit mobile version