Site icon Jamuna Television

আগামীকাল পবিত্র ঈদে মিলাদুন্নবী

আগামীকাল পবিত্র ঈদে মিলাদুন্নবী

আগামীকাল শুক্রবার (৩০ অক্টোবর) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বাংলাদেশে দিনটি পালন করবেন মুসলমানরা।

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন ১৫ দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে। এছাড়া বিভিন্ন ধর্মীয় সংগঠন নানা অনুষ্ঠান পালন করবে।

উল্লেখ্য, ১৪০০ বছর আগে এই দিনে বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.) জন্মগ্রহণ করেন। আবার ৬৩ বছর বয়সে একই একই তারিখে তিনি মৃত্যুবরণ করেন। এদিনটিকে স্মরণ করে অর্থাৎ মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাত দিবস হিজরি সালের ১২ রবিউল আউয়াল ঈদে মিলাদুন্নবী (সা.) পালন করা হয়।

Exit mobile version