Site icon Jamuna Television

নোয়াখালীতে অস্ত্রসহ ৪ মামলার আসামি সাদ্দাম গ্রেফতার

নোয়াখালীতে অস্ত্রসহ ৪ মামলার আসামি সাদ্দাম গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নে অভিযান চালিয়ে সাদ্দাম হোসেন (২৭) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি দেশি তৈরি পাইপগান ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত সাদ্দামের বিরুদ্ধে ৪টি মামলা রয়েছে।

বৃহস্পতিবার ভোরে জাহানাবাদ কালা কাজীর বাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সাদ্দাম হোসেন ওই এলাকার বাবুল হোসেনের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সন্ত্রাসী জাবেদ বাহিনীর সেকেন্ড-ইন-কমান্ড ও যুবদল কর্মী সাদ্দাম হোসেনকে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে ওই কবরস্থানে লুকানো অবস্থায় একটি পাইপগান ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

জেলা পুলিশ সুপার মো. আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, সন্ত্রাসীদের গ্রেফতার ও অস্ত্র উদ্ধারে জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Exit mobile version