Site icon Jamuna Television

করোনায় আরও ২৫ জনের মৃত্যু

করোনায় আরও ২০ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১ হাজার ৩৩৫

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আরও ২৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ হাজার ৮৮৬ জনে। এছাড়া করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৬৯১ জনের শরীরে। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা ৪ লাখ ৪ হাজার ৭৬০ জন।

আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, গত ২৪ ঘণ্টায় ১১২টি পরীক্ষাগারে ১৪ হাজার ৪৮টি নমুনা সংগ্রহ করা হয়েছে এবং ১৪ হাজার ২৬৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এছাড়া, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ৫৪৮ জন। এনিয়ে মোট সুস্থ হয়েছেন ৩ লাখ ২১ হাজার ২৮১ জন।

Exit mobile version