Site icon Jamuna Television

মুসলিম কর্মকর্তা-কর্মচারীদের পর্দা মেনে অফিস করার বিজ্ঞপ্তি জনস্বাস্থ্য ইনস্টিটিউটের

অফিসের মুসলিম পুরুষ কর্মকর্তা/কর্মচারীদের অফিস চলাকালীন সময়ে টাখনুর উপর ও মহিলা কর্মকর্তা/কর্মচারীদের টাখনুর নিজে জামা পরিধান করাসহ মুসলিম মহিলাদের হিজাব পরিধান করে অফিস করার নির্দেশ দিয়েছেন জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক ডা. মুহাম্মদ আব্দুর রহিম।

বুধবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে তিনি এরকম নির্দেশ দেন। এসময় অফিস চলাকালীন সময়ে মোবাইল ফোন সাইলেন্ট বা বন্ধ রাখারও নির্দেশ দেন তিনি।

বিজ্ঞপ্তিতে তিনি মুসলিম কর্মকর্তা/কর্মচারীদের অফিস চলাকালীন সময়ে পর্দা মেনে চলারও নির্দেশ দেন। 

এদিকে, একটি সরকারি প্রতিষ্ঠানের এমন বিজ্ঞপ্তি ঘিরে নানা মহলে আলোচনা-সমালোচনা হচ্ছে। কেউ, কেউ এমন বিজ্ঞপ্তিকে সরকারি চাকরি বিধির সাথে অসামঞ্জপূর্ণ বলেও মন্তব্য করেছেন।

Exit mobile version