Site icon Jamuna Television

তুরস্কের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপে ইইউ’তে ফ্রান্সের কূটনৈতিক তৎপরতা

তুরস্কের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপে ইউরোপীয় ইউনিয়নে কূটনৈতিক তৎপরতা শুরু করেছে ফ্রান্স।

বুধবার ফরাসি সিনেটে ইউরোপ বিষয়ক মন্ত্রী জানান, কঠোর নিষেধাজ্ঞামূলক ব্যবস্থা নিতে আঙ্কারাই প্যারিসকে উস্কে দিচ্ছে। তুরস্কের ডাকে, ম্যাকরন প্রশাসনের বিরুদ্ধে এশীয় ও পারস্য উপসাগরীয় সব মুসলিম দেশেই বিক্ষোভ ও পণ্য বর্জন কর্মসূচি অব্যাহত রয়েছে।

এদিকে, ফরাসি ম্যাগাজিন শার্লি হেবদোর বিরুদ্ধে আইনি ও কূটনৈতিক পদক্ষেপ নেয়ার ঘোষণা দিয়েছে তুরস্ক। সবশেষ মুদ্রণের প্রচ্ছদে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের অন্তর্বাস পরিহিত কার্টুন ছাপায় শার্লি হেবদো। এজন্য শার্লি হেবদোর পরিচালকদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে আঙ্কারা।

Exit mobile version