Site icon Jamuna Television

ফ্রান্সের নিস শহরের অজ্ঞাত ব্যক্তির ছুরিকাঘাতে নিহত ৩, আহত বেশ কয়েকজন

ইসলামের অবমাননা নিয়ে উত্তেজনার মধ্যেই, ফ্রান্সের নিস শহরের একটি গির্জায় অজ্ঞাত ব্যক্তির ছুরিকাঘাতে নারীসহ প্রাণ হারালেন ৩ জন। এ ঘটনায় আহত আরও বেশ কয়েকজন।

হামলার পরপরই, নটরডেম ক্যাথেড্রাল এলাকা থেকে সন্দেহভাজন অস্ত্রধারীকে আটক করে নিরাপত্তা বাহিনী। এখনো তার নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। আক্রমণের মোটিভ জানা না গেলেও, একে ‘সন্ত্রাসী তৎপরতা’ আখ্যা দিয়েছে, প্রশাসন।

গণমাধ্যম বলছে, হামলাকারী ব্যক্তি মুসলিম। গির্জার আশপাশের এলাকা ঘিরে ফেলা হয়েছে কঠোর নিরাপত্তার চাদরে; বাসিন্দাদের চলাচলেও সর্তকতা জারি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পার্লামেন্ট অধিবেশনে নিস হামলায় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন, ফরাসি আইনপ্রণেতারা।

Exit mobile version