Site icon Jamuna Television

ফ্রান্সে মহানবী (সা:) এর ব্যাঙ্গকার্টুন প্রকাশের প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল

ঝিনাইদহ প্রতিনিধি:

ফ্রান্সে মহানবী (স:) এর ব্যাঙ্গকার্টুন প্রকাশের প্রতিবাদে ঝিনাইদহে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল করেছে।

বৃহস্পতিবার বিকেলে জেলা শহরের পুরানো ডিসিকোট চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান এলাকা প্রদক্ষিণ করে পায়রা চত্বরে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয় মিছিলটি।

সমাবেশে সংগঠনের জেলা সভাপতি মাস্টার শরিফুল ইসলামের সভাপতিত্বে জেলা সেক্রেটারি মাওলানা শিহাব ঊদ্দীন, জেলা নেতা মওলানা সরোয়ার আহমেদ ও জেলা ছাত্র আন্দোলনের সভাপতি রাসেল উদ্দীন বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, ফ্রান্সের রাষ্ট্রপতি ম্যাক্রোঁ ব্যাঙ্গচিত্র প্রকাশ করে মুসলিম বিদ্বেষী হিসেবে পরিচয় দিয়েছে। বক্তরা বাংলাদেশ সরকারকে সংসদে ফ্রান্সের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব জ্ঞাপনের জন্য দাবি জানান এবং ফ্রান্সকে বয়কট ও ফ্রান্সের পণ্য বর্জনের আহবান জানান।

Exit mobile version