Site icon Jamuna Television

জয়পুরহাটে শিশু ধর্ষণের ঘটনায় গ্রেফতার ১

প্রতীকী ছবি।

জয়পুরহাট প্রতিনিধি:

জয়পুরহাটের কালাইয়ের বাখড়া গ্রামে ৬ বছরের এক শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় কালাই থানায় এ বিষয়ে মামলা দায়েরের পর রাতেই অভিযুক্ত ইরো মানিককে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার ইরো মানিক কালাই উপজেলার বাখড়া গ্রামের মৃত ওসমান আলীর ছেলে।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক ঘটনার সত্যতা স্বীকার করে জানান, গত কয়েকদিন আগে শিশুটি নানার বাড়িতে বেড়াতে যায়। আজ বিকেলে সেখানে অন্য শিশুদের সাথে খেলা করার সময় অভিযুক্ত ইরো মানিক তাকে ফুসলিয়ে তার নিজ বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে।

এসময় শিশুটির চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে মানিক পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ ব্যাপারে শিশুটির বাবা বাদি হয়ে কালাই থানায় মামলা দায়ের করেন। পুলিশ আসামিকে গ্রেফতার করেছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করে জেল হাজতে পাঠানো হবে বলে জানায়।

Exit mobile version