Site icon Jamuna Television

পটুয়াখালীতে ইসলামি আন্দোলনের বিক্ষোভ ও সমাবেশ

পটুয়াখালী প্রতিনিধি:

ফ্রান্সে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে দেশ ব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে পটুয়াখালীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ।

বৃহস্পতিবার দুপুর আড়াই টায় স্থানীয় বড় জামে মসজিদ থেকে এক বিক্ষোভ মিছিল শুরু হয়েে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পিডিএস মাঠ এলাকায় গিয়ে শেষ হয়।

এর আগে বাদ যোহর বড় জামে মসজিদ সংলগ্ন পুরাতন আদালত পাড়া মাঠে মিছিল পূর্বক সমাবেশে ইসলামি আন্দোলনের জেলা সেক্রেটারি আর আই এম ওয়াহিদুজ্জামানের সঞ্চালনায় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা সভাপতি মাওলানা হাবিবুর রহমানের, জেলা ইসলামি আন্দোলন সহ-সভাপতি মাও. গোলাম সরোয়ার, ইসলামি ছাত্র আন্দোলন সভাপতি মো. ইলিয়াস, জেলা শ্রমিক আন্দোলন সভাপতি মাও., সদর থানা ইসলামি আন্দোলনের দপ্তর সম্পাদক মাও. রাশেদুল ইসলাম রাশেদী প্রমুখ।

বক্তারা বাংলাদেশর সকল মুসলিমদের ফ্রান্সের সকল পণ্য বর্জনের দাবি জানান। সরকারের কাছে অনুরোধ বাংলাদেশ থেকে ফ্রান্সের দূতাবাস তুলে দেওয়ার আহবান জানান।

Exit mobile version