Site icon Jamuna Television

কক্সবাজারে হত্যা মামলায় এক ব্যক্তির ফাঁসির আদেশ

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারে হত্যা মামলায় এক ব্যক্তির মৃত্যুদন্ডের আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার কক্সবাজার দায়রা জজ আদালতের বিচারক মো. ইসমাঈল আসামির অনুপস্থিতিতে এ রায় দেন।

দন্ডপ্রাপ্ত আসামি হলো টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর পুরান পাড়া এলাকার রশিদ আহমদের ছেলে আব্দুল গণি। শামলাপুর পুরান পাড়া এলাকার মাহমুদুল হক নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলায় ১৩ জন স্বাক্ষীর স্বাক্ষ দেয়ার পর এ রায় প্রদান করা হয়।

কক্সবাজার দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর এডভোকেট ফরিদুল আলম এ তথ্য নিশ্চিত করে জানান, ২০০৬ সালের একটি হত্যা মামলায় মহামান্য আদালত এ রায় প্রদান করেন। মৃত্যু আদেশে আসামির মৃত্যু না হওয়া পর্যন্ত ফাঁসিতে ঝুলিয়ে এ রায় কার্যকর করার কথা বলা হয়েছে। তবে দন্ডপ্রাপ্ত আসামি মামলার যুক্তিতর্ক শুরু হওয়ার পর থেকে পলাতক রয়েছে বলে জানান তিনি।

জানা যায়, ২০০৬ সালে শামলাপুর ফোরকানিয়া মাদ্রাসার সামনের সড়কে কাঠাল বেচাকেনার সময় তর্কবিতর্কের একপর্যায়ে আসামি আব্দুল গণি মাহমুদুল হক নামে এক ব্যক্তিকে দা দিয়ে কুপিয়ে জখম করে। এসময় তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আসামিপক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট মোস্তফা ও এডভোকেট দিলীপ দাশ। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পিপি এডভোকেট ফরিদুল আলম।

Exit mobile version