Site icon Jamuna Television

আজ বারোই রবিউল আউয়াল, মহানবী (সা:) এর জন্মদিন ও ওফাত দিবস

আজ বারোই রবিউল আউয়াল, মহানবী হযরত মুহাম্মদ (সা:) এর জন্মদিন ও ওফাত দিবস। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিশ্ববাসীসহ মুসলিম উম্মাহর আনন্দের দিন।

সারা বিশ্বের মতো দিনটি দেশেও পালিত হচ্ছে ধর্মীয় ভাব-গাম্ভীর্যের সাথে। এ উপলক্ষে মিলাদ মাহফিল, আলোচনা ও কোরআন খতমের আয়োজন করেছে ইসলামিক ফাউন্ডেশনসহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠান। তবে কারোনার কারণে কিছুটা সীমিত পরিসরে এবার আয়োজন করা হয়েছে।

প্রায় এক হাজার ৪০০ বছর আগে এই দিনে আরবের মরু প্রান্তরে জন্ম গ্রহণ করেছিলেন বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.)। আবার এই দিনে তিনি পৃথিবী ছেড়ে চলে যান। এ জন্য এটি ওফাত দিবসও।

Exit mobile version