Site icon Jamuna Television

করোনার ‘সেকেন্ড ওয়েভ’ মোকাবেলায় দ্বিতীয়দফা লকডাউনে যাবে না যুক্তরাষ্ট্র: ট্রাম্প

করোনাভাইরাসের ‘সেকেন্ড ওয়েভ ‘মোকাবেলায় দ্বিতীয়দফা লকডাউনে যাবে না যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার, ব্যাটলগ্রাউন্ড ফ্লোরিডার প্রচারণায় এ প্রতিশ্রুতি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

২৯টি ইলেক্টোরাল কলেজ ভোট থাকায় রাজ্যটিকে বিশেষ বিবেচনা করা হয়। একারণে, নির্বাচনের আগ-মুহুর্তে সেখানে সমাবেশ করছেন প্রেসিডেন্ট। ২০১৬ সালে, এ রাজ্যেই সবচেয়ে বড় সাফল্য হাসিল করেন ডোনাল্ড ট্রাম্প।

একইদিন, ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনও রাজ্যটিতে প্রচারণা চালান। বলেন, রাজ্যটির অশ্বেতাঙ্গ-লাতিন বংশোদ্ভুত ভোটাররা তাকে সমর্থন জানালেই অর্ধেক নির্বাচন জিতে যাবেন তিনি।

সবশেষ জনমত জরিপ বলছে, ৪৯ শতাংশ মার্কিনী রায় দিতে পারেন ডেমোক্র্যাট প্রার্থীর পক্ষে। অন্যদিকে, ট্রাম্পের সমর্থন করছেন ৪৭ ভাগ মার্কিনী। পার্থক্য কাছাকাছি হলেও, বেশ কয়েকটি রাজ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস রয়েছে। এবারের নির্বাচনে, রেকর্ড ৮ কোটির বেশি আগাম ভোট পড়েছে।

Exit mobile version