Site icon Jamuna Television

আফগানিস্তানের কারাগারের দাঙ্গা, কমপক্ষে ৮ কয়েদি নিহত

আফগানিস্তানের হেরাথ প্রদেশে কারাগারের দাঙ্গায় কমপক্ষে ৮ কয়েদি নিহত হয়েছে। বৃহস্পতিবার রাতের এ ঘটনায় আহত নিরাপত্তারক্ষীসহ আরও ১২ জন।

কর্তৃপক্ষ বলছে, কারাগারের ভেতরে পরিষ্কারের সময় বাধা দেয় বন্দিরা। এসময় নিরাপত্তারক্ষীরা চড়াও হলে পাল্টা হামলা চালানো হয় তাদের ওপর। ধারণক্ষমতার তুলনায় বেশি কয়েদি থাকায় আধিপত্য বিস্তার নিয়ে প্রায়ই দাঙ্গা হয়।

প্রশাসন বলছেন, কারাগারটিতে দু’হাজারের মতো কয়েদি রয়েছে। গেলো বছরও একই কারাগারে দাঙ্গায় ৪ জনের প্রাণ যায়।

Exit mobile version