Site icon Jamuna Television

ডিয়াগো ম্যারাডোনার আজ ৬০ তম জন্মদিন

ফুটবল ঈশ্বর খ্যাত ডিয়াগো ম্যারাডোনার আজ ৬০ তম জন্মদিন। ১৯৬০ সালের এই দিনে আর্জেন্টিনায় জন্মগ্রহন করেন তিনি।

১৯৮৬ বিশ্বকাপে তার অসাধারণ নৈপুন্যে বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা। সেই আসরে ইংল্যান্ডের বিপক্ষে করেছিলেন হ্যান্ড অফ গড গোল ও শতাব্দীর সেরা গোলটি। এরপর ১৯৯০ বিশ্বকাপেও দলকে তুলেছিলেন ফাইনালে। এই আসরে ডোপ টেস্টে পজিটিভ হন এই ফুটবল কিংবদন্তী। এরপর ১৫ মাসের নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরলেও স্বাভাবিক ছন্দে দেখা যায়নি ম্যারাডোনাকে।

এরআগে ১৯৭৭ সালে জাতীয় দলের হয়ে অভিষেক হয় তার। পরবর্তীতে কোচ হিসেবে আর্জেন্টিনার হয়ে সফল হতে পারেননি ডিয়াগো ম্যারাডোনা।

Exit mobile version