Site icon Jamuna Television

খুলছে জাতীয় চিড়িয়াখানা, প্রতি রোববার বিনামূল্যে প্রবেশ

খুলছে জাতীয় চিড়িয়াখানা, প্রতি রোববার বিনামূল্যে প্রবেশ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে মার্চ ২০২১ পর্যন্ত প্রতি মাসের প্রথম রোববার বিনামূল্যে দর্শনার্থীদের প্রবেশের জন্য উন্মুক্ত থাকবে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা। এ সিদ্ধান্ত নিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।

আগামী ১ নভেম্বর থেকে চিড়িয়াখানা খোলার পূর্বনির্ধারিত শর্তসাপেক্ষে এ সিদ্ধান্ত কার্যকর হচ্ছে। এক্ষেত্রে স্কুল-কলেজের শিক্ষার্থীদের অগ্রাধিকার দেয়া হবে বলেও জানানো হয়।

করোনাভাইরাসের বিস্তার রোধে গত ২০ মার্চ থেকে জাতীয় চিড়িয়াখানা বন্ধ ছিল। তবে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চিড়িয়াখানায় প্রবেশের আহবান জানানো হয়েছে।

Exit mobile version