Site icon Jamuna Television

যন্ত্রণাহীন স্বেচ্ছামৃত্যুকে বৈধতা তবে গাঁজাতে না নিউজিল্যান্ডের

এক গণভোটের মাধ্যমে যন্ত্রণাহীন স্বেচ্ছামৃত্যুকে বৈধতা দিল নিউজিল্যান্ড। এর ফলে নেদারল্যান্ড ও কানাডার মতো স্বেচ্ছায় মৃত্যুকে বৈধতাদানকারী স্বল্প সংখ্যক দেশের তালিকায় নাম লেখালো তারা। সেইসাথে গাঁজা সেবন বৈধ করার প্রশ্নে ‘না’ ভোট দিয়েছে দেশটির নাগরিকরা। খবর আল জাজিরা’র।

তবে, স্বেচ্ছামৃত্যুকে বৈধতা দিলেও তা আগামী বছর থেকে কার্যকর করা হবে বলে জানা গেছে। ‘ইন্ড অব লাইফ চয়েজ বিল’ এর আওতায় এখন থেকে যন্ত্রণাদায়ক অসুখে ভুগতে থাকা ব্যক্তিরা চিকিৎসকের পরামর্শ নিয়ে নিজের যন্ত্রণাহীন মৃত্যু নিশ্চিত করতে পারবেন।

নির্বাচন কমিশনের দেয়া তথ্য অনুযায়ী দেশীটর ৬৫.২ শতাংশ ভোটার স্বেচ্ছায় যন্ত্রণাহীন মৃত্যুর পক্ষে রায় দিয়েছে। তবে এখনো সবগুলো ভোট গণনা করা হয়নি। আগামী ৬ নভেম্বর সব ভোট গণনা করে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে বলে জানায় নির্বাচন কমিশন।

তবে সদ্য পুন:নির্বাচিত প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ড্যান তার নির্বাচনি ইশতেহারে মানসিক প্রফুল্লতার জন্য গাঁজা সেবনকে বৈধ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে দেশটির ৫৩.১ শতাংশ ভোটার তার এই প্রস্তাবকে গ্রহণ করতে সম্মত হয়নি।

উল্লেখ্য, বিশ্বে একমাত্র কানাডা ও উরুগুয়েতে প্রাপ্তবয়স্কদের জন্য গাঁজা সেবন বৈধ।

Exit mobile version