Site icon Jamuna Television

রিফাত শরীফ হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিন আসামিকে বরিশাল কারাগারে হস্তান্তর

রিফাত শরীফ হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিন আসামিকে বরিশাল কারাগারে হস্তান্তর

রিফাত শরীফ হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিন আসামিকে বরগুনা কারাগার থেকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে হস্তান্তর করা হয়েছে।

তারা হলেন-কাইউম ওরফে রাব্বি আকন, রেজওয়ান আলী খান হৃদয় ওরফে টিকটক হৃদয় ও হাসান। সকালে কড়া নিরাপত্তায় তাদের বরগুনা থেকে বরিশালে নেওয়া হয়।

এর আগে বৃহস্পতিবার কাশিমপুর কারাগারে পাঠানো হয় ফাঁসির দণ্ডপ্রাপ্ত নিহত রিফাতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিকে।

বরগুনা জেলা কারাগারের তত্ত্বাবধায়ক জানান, তাদের কারাগারে ফাঁসির সাজা পাওয়া বন্দীদের রাখার উপযুক্ত ব্যবস্থা নেই। তাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত তাদের অন্য কারাখারে পাঠানো হয়েছে।

Exit mobile version