Site icon Jamuna Television

শরীরের ফিটনেস ফিরে পেতে জিম করছেন শুভশ্রী

শরীরের ফিটনেস ফিরে পেতে জিম করছেন শুভশ্রী

সন্তান জন্ম দেওয়ার পর বেশ মুটিয়ে গিয়েছিলেন শুভশ্রী। নিজের ফিটনেস ফিরে পেতে আবারও উঠে পড়ে লেগেছেন তিনি। বাড়তি মেদ ঝরাতে অভিনেত্রী ফিরেছেন জিমে। চুলে পনিটেল, টাইটস আর টপ। পায়ে স্নিকার্স, হাতে জিম গ্লাভস। সেখানে নো মেক-আপ লুকে ছবি তুলে পোস্ট করতেই চর্চায় রাজ-ঘরণী। ছবি দেখে নেটাগরিকদের মন্তব্য, পর্দার গ্ল্যামার গার্ল আবার ফিরছেন।

 

শুভশ্রীর জিমের ছবি দেখতে এখানে ক্লিক করুন

 

এই ধরনের ছবি অবশ্য অতি সম্প্রতি পোস্ট করেছিলেন কোয়েল মল্লিকও। সিনে দুনিয়ার দুই অভিনেত্রী মাতৃত্বকালীন অবসর পেরিয়ে পুনরায় কাজের মোডে। আগের মতো চাবুক ফিগার পেতে জিম ছাড়া গতি নেই!

এসবের ফাঁকেও ছেলের দিকে কড়া নজর মায়ের। তাই জিমে শরীরচর্চার পরেই শুভশ্রী ছেলে কোলে আর্বানা কমপ্লেক্সের খোলা হওয়ায়। পরনে কালো শর্টস, টপ। কালো মাস্ক, ওভারসাইজড রোদচশমায় অভিনেত্রী পুরনো ফর্মে। হলদে জামা গায়ে ইউভান মায়ের ছন্দের সঙ্গে তাল মেলাচ্ছেন। অভিনেত্রীর এনার্জি দেখে বিস্মিত নেটাগরিকেরাও। একজন লিখেছেন, ‘একই সঙ্গে শরীরচর্চা আবার ছেলেকেও সময় দেওয়া!’

ছেলের সাথে শুভশ্রী

সন্তান জন্ম দেওয়ার পর বেশ মুটিয়ে গিয়েছিলেন শুভশ্রী। নিজের ফিটনেস ফিরে পেতে আবারও উঠে পড়ে লেগেছেন তিনি। বাড়তি মেদ ঝরাতে অভিনেত্রী ফিরেছেন জিমে। চুলে পনিটেল, টাইটস আর টপ। পায়ে স্নিকার্স, হাতে জিম গ্লাভস। সেখানে নো মেক-আপ লুকে ছবি তুলে পোস্ট করতেই চর্চায় রাজ-ঘরণী। ছবি দেখে নেটাগরিকদের মন্তব্য, পর্দার গ্ল্যামার গার্ল আবার ফিরছেন।

শুভশ্রীর জিমের ছবি দেখতে এখানে ক্লিক করুন

 

এই ধরনের ছবি অবশ্য অতি সম্প্রতি পোস্ট করেছিলেন কোয়েল মল্লিকও। সিনে দুনিয়ার দুই অভিনেত্রী মাতৃত্বকালীন অবসর পেরিয়ে পুনরায় কাজের মোডে। আগের মতো চাবুক ফিগার পেতে জিম ছাড়া গতি নেই!

এসবের ফাঁকেও ছেলের দিকে কড়া নজর মায়ের। তাই জিমে শরীরচর্চার পরেই শুভশ্রী ছেলে কোলে আর্বানা কমপ্লেক্সের খোলা হওয়ায়। পরনে কালো শর্টস, টপ। কালো মাস্ক, ওভারসাইজড রোদচশমায় অভিনেত্রী পুরনো ফর্মে। হলদে জামা গায়ে ইউভান মায়ের ছন্দের সঙ্গে তাল মেলাচ্ছেন। অভিনেত্রীর এনার্জি দেখে বিস্মিত নেটাগরিকেরাও। একজন লিখেছেন, ‘একই সঙ্গে শরীরচর্চা আবার ছেলেকেও সময় দেওয়া!’

Exit mobile version