Site icon Jamuna Television

কল্যাণপুর বস্তিতে আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর কল্যাণপুরের বস্তিতে আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের একযোগে কাজের ফলে রাত সাড়ে এগারোটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক সালেহ উদ্দিন এ তথ্য নিশ্চিত করে জানান, হতাহতের কোন খবর নেই। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন হবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ভেতরে গ্যাস সিলেন্ডারের বিষ্ফোরণ ঘটতে পারে। বস্তিতে টিনের কাচা ঘরবাড়ি ছিল।

শুক্রবার রাত আনুমানিক পৌনে ১০টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়, খবর পেয়ে তারা তাৎক্ষণিক ৫টি, পরে আরও ৫টি ইউনিট ঘটনাস্থলে পাঠায়। তবে ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনও জানা যায়নি।

Exit mobile version