Site icon Jamuna Television

বাগেরহাটে সুপারি বাগান থেকে নবজাতক উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাটের মোড়লগঞ্জে সুপারি বাগান থেকে এক নবজাতক পুত্রসন্তানকে উদ্ধার করেছে স্থানীয়রা। সন্ধা সাড়ে ৬টার দিকে শিশুটিকে মোড়লগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার বেলা ৪টার দিকে এ ঘটনা ঘটে। সরালিয়া গ্রামের আব্দুল হাকিম হাওলাদারের নির্জন বাগানে শিশুটিকে কাঁদতে শুনে উদ্ধার করেন স্থানীয় শাহালম হাওলাদার।

হাসপাতালের কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতি বলেন, নবজাতক শিশুটিকে ভর্তি নিয়ে প্রসূতি ওয়ার্ডে এক মায়ের কাছে রাখা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, শিশুটির অভিভাবকদের খুঁজে বের করার চেষ্টা চলছে। পাওয়া না গেলে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।

Exit mobile version