Site icon Jamuna Television

৭৪ বছরে পা দিলেন বাকের ভাই

৭৪ বছরে পা দিলেন বাকের ভাই

বরেণ্য অভিনেতা আসাদুজ্জামান নূরের জন্মদিন আজ। ১৯৪৬ সালে ৩১ অক্টোবর নীলফামারী জেলায় জন্মগ্রহণ করেন তিনি। ৭৪ বছরে পা দিলেন বাকের ভাই নাম খ্যাত এই অভিনেতা।

আবু নাজেম মোহাম্মদ আলী ও আমিনা বেগম দম্পতির বড় ছেলে আসাদুজ্জামান মোহাম্মদ আলী। যিনি অভিনয়ে এসে হয়ে যান আসাদুজ্জামান নূর। স্ত্রী ডা. শাহীন আক্তার, ছেলে সুদীপ্ত ও মেয়ে সুপ্রভা।

আসাদুজ্জামান নূর অভিনীত প্রথম টিভি নাটক ‘রঙ্গের ফানুস’। তার অভিনীত প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘শঙ্খনীল কারাগার’। তবে সংসদ সদস্য হওয়ায় এখন আর আগের মতো টিভি নাটক ও চলচ্চিত্রে সময় দিতে পারেন না। যদিও মঞ্চে অভিনয়ের প্রতি রয়েছে তার দারুণ আগ্রহ।

সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর ১৯৯৮ সালে আওয়ামী লীগের রাজনীতিতে এসে নীলফামারী-২ (সদর) আসন থেকে এ পর্যন্ত টানা চারবার সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৪ সালের নির্বাচনের পর তিনি সংস্কৃতি মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পান।

সংস্কৃতি ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য স্বাধীনতা পদক’সহ অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন গুণী এই সাংস্কৃতিক ব্যক্তিত্ব।

Exit mobile version