Site icon Jamuna Television

মার্কিন ভোটারদের তথ্য হাতিয়ে নিয়েছে ইরানের হ্যাকাররা!

মার্কিন ভোটারদের তথ্য হাতিয়ে নিয়েছে ইরানের হ্যাকাররা!

ই-মেইলের মাধ্যমে মার্কিন ভোটারদের তথ্য হাতিয়ে নিয়েছে ইরানের হ্যাকাররা। এমন অভিযোগ করেছে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই এবং দেশটির বিশেষ নিরাপত্তা বিভাগ।

যুক্তরাষ্ট্রের অভিযোগ, চলতি মাসের শুরুতে একটি রাজ্যের কয়েক হাজার ভোটারের কাছে ভুয়া মেইল পাঠায় হ্যাকাররা। এভাবেই চুরি করে নেয় ভোটারদের প্রয়োজনীয় তথ্য। তবে কোন রাজ্যে এই অপতৎপরতা চালানো হয়েছে তা নিশ্চিত হতে পারেনি ওয়াশিংটন।

এছাড়া নির্বাচন কমিশনসহ গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি ওয়েবসাইট হ্যাকিং হুমকিতে রয়েছে বলেও সকর্তবার্তা দেয়া হয়। মার্কিন নির্বাচনে রাশিয়া ও ইরান প্রভাব ফেলতে পারে- এমন শঙ্কা থেকে ২১ অক্টোবর এই বার্তা দেয়া হয়। যদিও হ্যাকিং-এর সব অভিযোগ প্রত্যাখ্যান করে তেহরান বলছে, মার্কিন নির্বাচনে যিনি-ই ক্ষমতায় আসুক না কেন; পররাষ্ট্র নীতিতে কোন পরিবর্তন আসবে না।

Exit mobile version