Site icon Jamuna Television

টাঙ্গাইলে সালিশে মুক্তিযোদ্ধাকে হত্যার অভিযোগ

টাঙ্গাইলে সালিশে মুক্তিযোদ্ধাকে হত্যার অভিযোগ

টাঙ্গাইলের বাসাইলে গ্রাম্য সালিশে আব্দুল লতিফ নামে এক মুক্তিযোদ্ধাকে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে উপজেলার মটরা গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, পুকুর নিয়ে লতিফ খানের সাথে বিরোধ চলছিল প্রতিবেশী আবু খানের পরিবারের সাথে। বিষয়টি মীমাংসায় স্থানীয় ইউপি সদস্য শাহজাহান খানের বাড়িতে সালিশি বৈঠক ডাকা হয়। সেখানে কথাকাটাকাটির একপর্যায়ে দু’পক্ষের হাতাহাতি হয়। এতে আহত হন আব্দুল লতিফ। পরে হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে হাবলা ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ড সদস্য শাহজাহান খান বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষকে নিয়ে সালিশ বসে। এক পর্যায়ে দুই পক্ষই ক্ষিপ্ত হয়ে সংঘর্ষে জড়ায়। এসময় দুই পক্ষেরই কয়েকজন আহত হয়। আহত অবস্থায় মুক্তিযোদ্ধা লতিফ খানকে হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়।

এ ব্যাপারে বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ বলেন, বীর মুক্তিযোদ্ধার মৃত্যুর ঘটনায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান তিনি।

Exit mobile version