Site icon Jamuna Television

জাপান সাগরে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র

যুক্তরাষ্ট্রের সাথে চলমান সংকটের মধ্যেই নতুন করে তিনটি ক্ষেপণাস্ত্র ছুঁড়লো উত্তর কোরিয়া। শনিবার স্থানীয় সময় সকাল ৭টা নাগাদ দেশটির গাংওন প্রদেশ থেকে ছোঁড়া হয় মিসাইলগুলো। অবশ্য এই উৎক্ষেপণকে ব্যর্থ দাবি করছে মার্কিন সেনাবাহিনী।

যুক্তরাষ্ট্রের দাবি, জাপান-দক্ষিণ কোরিয়ায় তাদের সেনাঘাঁটি বা গুয়াম পর্যন্ত পাল্লা ছিলো না মিসাইলগুলোর। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ক্ষেপণাস্ত্রগুলো স্বল্পপাল্লার। যা আড়াইশো কিলোমিটার পথ পাড়ি দিতে সক্ষম। সিউলের দাবি, আধা ঘণ্টা পর পর তিনটি ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়, যার দুটি উৎক্ষেপণের পরপরই বিস্ফোরিত হয়। একটি মিসাইল কিছুদূর গেলেও গন্তব্যে পৌঁছাতে পারেনি। মিসাইলগুলো এমন সময় পরীক্ষা চালানো হয়, যখন কোরিয়া উপদ্বীপে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়া চলছে। চলতি মাসের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে বাকবিতণ্ডার জেরে প্রশান্ত মহাসাগরীয় মার্কিন দ্বীপ গুয়ামে হামলা চালানোর হুমকি দিয়েছিলো পিয়ংইয়ং।

Exit mobile version