Site icon Jamuna Television

মাদাম তুসো থেকে ময়লার ঝুড়িতে বের করা হলো ট্রাম্পের মূর্তি

ছবি: রয়টার।

বিখ্যাত মাদাম তুসো যাদুঘরের বার্লিন শাখা থেকে সরানো হলো ডোনাল্ড ট্রাম্পের মোমের মূর্তি। স্থানীয় সময় শুক্রবার যাদুঘরের ভেতর থেকে একটি ময়লার ঝুড়িতে করে বের করা হয় তার মূর্তিটি।

রয়টার জানায়- এসময় ফেক নিউজ, ইউ আর অ্যা ফায়ারসহ ট্রাম্পের বিতর্কিত বিভিন্ন মন্তব্য তুলে ধরা হয়। কর্তৃপক্ষ বলছে, নিশ্চিত হারের মুখে ট্রাম্প। তাই পরবর্তী প্রস্তুতিমূলক ব্যবস্থার জন্য সরিয়ে ফেলা হচ্ছে তার মূর্তি।

এসময় ‘ডাম্প ট্রাম্প, মেক আমেরিকা গ্রেট এগেইন’ বলে ট্রাম্পের নির্বাচনি স্লোগানকেও কটাক্ষ করা হয়। যাদুঘরটিতে রাখা আছে বিশ্বের বিখ্যাত সব ব্যক্তি, তারকা, খেলোয়াড়ের মূর্তি।

মাদাম তুসোর বার্লিন শাখার মার্কেটিং ম্যানেজার অর্কিদ ইয়ালসিনডাগ জানান, প্রস্তুতিমূলক ব্যবস্থা হিসেবে এটা সরানো হলো। তাছাড়া নানা বিতর্ক তো রয়েছেই। যুক্তরাষ্ট্রের নির্বাচনকে সামনে রেখে এটা প্রতীকী কার্যক্রম। মূলত প্রস্তুতি হিসেবেই এ পদক্ষেপ নেয়া হয়েছে।

Exit mobile version