Site icon Jamuna Television

যুক্তরাজ্যে আবারও লকডাউন ঘোষণা

যুক্তরাজ্যে আবারও লকডাউন ঘোষণা

করোনা মহামারির সেকেন্ড ওয়েভ ঠেকাতে ইউরোপের তৃতীয় দেশ হিসেবে লকডাউন জারি হয়েছে যুক্তরাজ্যে। শনিবার প্রধানমন্ত্রী বরিস জনসন দেন মাসব্যাপী লকডাউনের ঘোষণা।

৫ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত থাকবে কড়াকড়ি। ইউরোপে প্রাণহানির শীর্ষে থাকা দেশটিতে কিছুদিন ধরেই দিনে গড় সংক্রমণ ২০ হাজারের মতো। মোট আক্রান্ত ১০ লাখ ছাড়ানোয় কঠোর অবস্থানে যাওয়ার সিদ্ধান্ত নেয় দেশটি।

এর আগে ফ্রান্স ও বেলজিয়াম দ্বিতীয় দফা লকডাউনে যায়। কড়াকড়ি বাড়ানো হয়েছে ইতালি, স্পেন, পর্তুগাল ও অস্ট্রিয়ায়। তবে নতুন বিধিনিষেধের বিরুদ্ধে বিভিন্ন দেশে পথে নেমেছে হাজারো মানুষ। সহিংস বিক্ষোভ হয়েছে স্পেন, ইতালিসহ অনেক দেশে। অবশ্য, ব্রিটিশ প্রশাসন বলছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে লকডাউনের বিকল্প ছিলো না।

বরিস জনসন বলেন, এবার কঠোর পদক্ষেপ নিতেই হবে। কারণ আর কোনো উপায় নেই। বৃহস্পতিবার থেকে সবাইকে ঘরে থাকতে হবে। কেবল নির্দিষ্ট কিছু কারণে বের হওয়ার সুযোগ থাকবে। অত্যাবশ্যকীয় পণ্যের দোকান খোলা থাকবে। তাই পণ্য মজুদের প্রয়োজন নেই। শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে। তবে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে।

Exit mobile version