Site icon Jamuna Television

আবারও হোঁচট, টানা ৪ ম্যাচে পয়েন্ট হারিয়েছে বার্সা

স্প্যানিশ লিগে টানা চার ম্যাচে পয়েন্ট হারিয়েছে বার্সেলোনা। এবার তাদের ১-১ গোলে রুখে দিয়েছে আলাভেস। আর এই সুযোগে প্রতিদ্বন্দ্বী থেকে ৮ পয়েন্টে এগিয়ে গেছে রিয়াল মাদ্রিদ। তারা ৪-১ গোলে হারিয়েছে হুয়েস্কাকে।

সেভিয়ার বিপক্ষে ড্র, গেতাফে ও রিয়াল মাদ্রিদের কাছে হার- সবশেষ তিন লিগ ম্যাচে ৮ পয়েন্ট হারানোর অভিজ্ঞতা নিয়ে আলাভেসের মাঠে আতিথ্য নেয় বার্সেলোনা। কিন্তু একের পর এক আক্রমণ ঠেকিয়ে আনুস ফাতির ১৮তম জন্মদিনটা মাটি করেছেন আলাভেস গোলরক্ষক।

জেরার্ড পিকে আর গোলরক্ষক নেতোর গাছাড়া ভাব কাজে লাগিয়ে আলাভেসকে এগিয়ে নেন লুকাস রিয়োহা। ৩১ মিনিটের ওই গোল আক্রমণের পশরা সাজিয়েও শোধ দিতে বার্সাকে অপেক্ষা করতে হয়েছে ৬২ মিনিট পর্যন্ত। আঁতোয়ান গ্রিজম্যানের দারুণ ফিনিশিংয়ে ম্যাচে আসে সমতা।

Exit mobile version