Site icon Jamuna Television

ইআরএফ’র বেস্ট রিপোর্টার অ্যাওয়ার্ড জিতেছেন যমুনা টেলিভিশনের ৩ প্রতিবেদক

ইকোনমিক রিপোর্টার্স ফোরাম-ইআরএফ’র বেস্ট রিপোর্টার অ্যাওয়ার্ড জিতেছেন যমুনা টেলিভিশনের ৩ প্রতিবেদক। দুপুরে, রাজধানীর পল্টনে ইআরএফ কার্যালয়ে তাদের হাতে পুরস্কার তুলে দেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

ব্যাংকিং খাত নিয়ে প্রতিবেদনের জন্য পুরস্কার পেয়েছেন যমুনা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি সুশান্ত সিনহা। পাশাপাশি, বেসরকারি খাত ও পুঁজিবাজার নিয়ে প্রতিবেদনের জন্য পুরস্কৃত হন সিনিয়র রিপোর্টার রিমন রহমান ও আলমগীর হোসেন। এর সুবাদে, ইলেক্ট্রনিক মিডিয়া ক্যাটাগরিতে সর্বোচ্চ পুরস্কার অর্জন করে যমুনা টেলিভিশন।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আহ্বান জানান। বলেন, জনগণের সামনে সঠিক তথ্য তুলে ধরলে তা দেশের অর্থনীতির গতি বদলে দেবে। রেকর্ড হারে বাড়বে অভ্যন্তরীণ ও বিদেশি বাণিজ্য।

Exit mobile version