Site icon Jamuna Television

মহানবীকে (স.) অবমাননা হয় এমন কিছু সমর্থন করে না সরকার: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। ফাইল ছবি

মহানবী হযরত মুহাম্মদ (স.)-কে নিয়ে কটূক্তি বা অবমাননা হয় এমন কিছু সমর্থন করে না সরকার। এ কথা জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

রোববার দুপুরে সচিবালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে খুলনায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন তিনি। পরে সাংবাদিকদের সাথে মতবিনিময় শেষে তথ্যমন্ত্রী বলেন, যে কোন ধর্মের অবমাননার বিরুদ্ধে সরকার।

তিনি বলেন, পাটগ্রামে রংপুর ক্যান্ট পাবলিক স্কুল ও কলেজের সাবেক গ্রন্থাগারিক শহিদুন্নবী জুয়েলকে পিটিয়ে-পুড়িয়ে মারার ঘটনায় তদন্ত চলছে। এক্ষেত্রে কাউকে ছাড় দেয়া হবে না।

ইউএইচ/

Exit mobile version