Site icon Jamuna Television

শাহবাগ অবরোধ করে মেডিকেল শিক্ষার্থীদের বিক্ষোভ

করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে এবং কোনো শর্ত ছাড়া প্রফেশনাল পরীক্ষার দাবিতে শাহবাগে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।

এতে সড়কে যানজটের সৃষ্টি হয়। পরে রোববার দুপুর দেড়টার দিকে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়ে কর্মসূচি শেষ করা হয়। বেলা বারোটার দিকে চার দফা দাবিতে শাহবাগে অবস্থান নেয় শিক্ষার্থীরা।

তাদের দাবিগুলো হলো, ডিসেম্বরের পরিবর্তে করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে পরীক্ষা নেয়া। কোভিড আক্রান্তদের আলাদা পরীক্ষা নেয়ার ব্যবস্থা করা। সেইসাথে বেসরকারি মেডিকেল কলেজে পাঁচ বছরের অতিরিক্ত কোনো ফি আদায় না করা এবং সেশনজট কমাতে অনলাইনে ক্লাস শুরু করা।

শিক্ষার্থীরা বলেন, ডিসেম্বরে এমবিবিএস শিক্ষার্থীদের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের প্রফেশনাল পরীক্ষা হওয়ার কথা। পরীক্ষার চারদিন আগে যাদের করোনা টেস্ট নেগেটিভ আসবে কেবল তারাই পরীক্ষা দিতে পারবেন। শিক্ষার্থীদের শঙ্কা, ভুল রিপোর্ট কিংবা কেউ করোনা পজেটিভ হলে তার শিক্ষাজীবন অনিশ্চয়তায় পড়বে।

ইউএইচ/

Exit mobile version