
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়নের পুটিয়া সীমান্ত থেকে রোববার ভোরে ২৮টি ভারতীয় গরু উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
একইসাথে জব্দ করা হয়েছে পাচার কাজে ব্যবহৃত তিনটি পিকআপ ভ্যান। এই ঘটনায় কসবা থানায় মামলা দায়ের করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হচ্ছে, উপজেলার পুটিয়া গ্রামের দোলোয়ার হোসেনের ছেলে আব্দুস সালাম (৪০), শাহজাহান মিয়ার ছেলে মো. কাইয়ুম (৪২) ও তার ভাই মো. আইয়ুম (২০), নিশ্চিন্তপুর গ্রামের সরু মিয়ার ছেলে আলমগীর হোসেন (৪০), ধোপাখোলা গ্রামের আব্দুল বারেকের ছেলে জাহের মিয়া (২০), মফিজ মিয়ার ছেলে জুয়েল মিয়া (২০)।
কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. লোকমান হোসেন জানান, ভারত থেকে পাচার করে এসব গরু দেশে নিয়ে আসা হয় বিক্রির জন্য। এই ঘটনায় কসবা থানার এস. আই জিহাদ দেওয়ান বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছেন। পাচারকারিদের বিষয়ে খোঁজ নেয়া হচ্ছে।
 
				
				
				
 
				
				
			


Leave a reply