Site icon Jamuna Television

জমি বন্ধক নিয়ে বাঁধাকপির চাষ, ক্ষেত নষ্ট করলো দুর্বৃত্তরা

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহে এক কৃষকের বাঁধাকপির ক্ষেত নষ্ট করছে দুর্বৃত্তরা। গেল রাতে সদর উপজেলার কালীচরণপুর ইউনিয়নের হাটবাকুয়া গ্রামের মাঠে কে বা কারা কীটনাশক দিয়ে এ বাঁধাকপির ক্ষেতটি নষ্ট করে দেয়।

ভুক্তভোগী কৃষক শমশের মন্ডল জানান, ৬০ শতক জমি বন্ধক নিয়ে বাঁধাকপির চাষ করেন। পূর্বশত্রুতার জের ধরে শনিবার রাতের যে কোন এক সময় দুর্বৃত্তরা ক্ষতিকারক কীটনাশক স্প্রে করে দেয় ওই ক্ষেতে।

রোববার সকালে ক্ষেতে গিয়ে দেখতে পান তার ক্ষেতের অধিকাংশ বাঁধাকপি নষ্ট হয়ে গেছে। তিনি আরও জানান, ক্ষেতে থাকা বাঁধাকপি এক সপ্তাহের মধ্যে বিক্রি করতে পারতেন। এতে করে প্রায় দেড় লাখ টাকার আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান তিনি।

সদর থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান জানান, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Exit mobile version