Site icon Jamuna Television

শেষ দিকের গোলে লিভারপুলের স্বস্তির জয়

ড্র হওয়া থেকে লিভারপুলকে জয়ের সুঘ্রাণ দিলেন বদলি হিসেবে নামা দিয়েগো জোতা। ম্যাচ শেষ হওয়ার ৫ মিনিট আগে জয়সূচক গোলটি করেন জোতা।

শনিবার ঘরের মাঠ অ্যানফিল্ডে ম্যানচেস্টার সিটিকে রুখে দেয়া ওয়েস্টহ্যামকে ২-১ গোলে হারালো লিভারপুল।

ম্যাচের শুরুতেই ধাক্কা খান অলরেডরা। ম্যাচের ১০ মিনিটেই পাবলো ফোরনালসের গোলে এগিয়ে যায় ওয়েস্টহ্যাম। ৪২ মিনিটে পেনাল্টি থেকে সমতা ফেরান মোহামেদ সালাহ। ১-১ গোলে বিরতিতে যায় দু’দল।

কিন্তু দ্বিতীয়ার্ধে নেমে লক্ষ্যভেদ করতে পারছিলেন না দুদলের কেউ। মোহামেদ সালাহদের অনেক প্রচেষ্টাই ব্যর্থ হয়। শেষ দিকে ধারণা করা হচ্ছিলো ঘরের মাঠেই পয়েন্ট হারাতে যাচ্ছে ইয়ুর্গেন ক্লপের দল। তবে ৮৫ মিনিটে গিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেন লিভারপুল সমর্থকরা। চমৎকার এক গোল করে দলকে রক্ষা করেন জোতা।

২-১ ব্যবধানে জয়লাভ করে শেষ পর্যন্ত পূর্ণ পয়েন্ট পান বর্তমান চ্যাম্পিয়নরা। এই জয়ে নিজেদের মাঠে টানা ৬৩ ম্যাচ অপরাজিত থাকার আগের রেকর্ড স্পর্শ করেছে লিভারপুল।

ইউএইচ/

Exit mobile version