Site icon Jamuna Television

এমবাপ্পের নৈপুণ্যে পিএসজির জয়

পায়ের চোটে খেলা থেকে ছিটকে গেলেন নেইমার। আগামী চার সপ্তাহ তাকে মাঠের বাইরে থাকতে হতে পারে। তবে নেইমারের অভাব বুঝতেই দিলেন না পিএসজির তরুণ তারকা কিলিয়ান এমবাপ্পে। তার নৈপুণ্যে লিগ ওয়ানে নান্তেসের বিপক্ষে ৩-০ গোলে জিতেছে ফরাসি ক্লাব পিএসজি।

শনিবার রাতের ম্যাচে প্রথমার্ধে বেশ কয়েকবার সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি পিএসজি। গোলশূন্য অবস্থায় বিরতিতে যায় দু’দল।

তবে দ্বিতীয়ার্ধে নেমেই সফল হয় পিএসজি। খেলা শুরুর ২ মিনিট পরই এমবাপ্পের বাড়ানো পাস ধরে নান্তেসের ডি-বক্সে ঢুকে পড়েন স্প্যানিশ মিডফিল্ডার আন্দের এররেরা। জালে বল জড়াতে সক্ষম হন তিনি।

৬৩ মিনিটে প্রতিপক্ষের ডি-বক্সে ফাউলের শিকার হন এমবাপ্পে। রেফারির বাঁশিতে পেনাল্টি পায় পিএসজি। সুযোগ কাজে লাগিয়ে স্কোর বোর্ডে নাম লেখান বিশ্বকাপজয়ী তারকা এমবাপ্পে।

এর পর ম্যাচের শেষ মুহূর্তে নান্তেসের কফিনে শেষ প্যারেক ঠুকে দেন পাবলো সারাবিয়া। ফলে স্কোরলাইন ৩-০ তে জয়লাভ করেন টমাস টুখেলের শিষ্যরা।

চলতি লিগে নিজেদের প্রথম দুই ম্যাচে হারার পর টানা সাত ম্যাচে জয় পেলো পিএসজি। এ জয়ের পর ৯ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে টেবিলে সবার ওপরে আছেন ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

ইউএইচ/

Exit mobile version