Site icon Jamuna Television

মহানবীর (সা.) ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে রাজধানীতে হেফাজতের বিক্ষোভ

মহানবী হযরত মুহাম্মদ (স.) -এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে রাজধানী বায়তুল মোকাররম মসজিদের সামনে জড়ো হয়েছেন হেফাজতে ইসলামের নেতাকর্মীরা।

কর্মসূচিতে যোগ দিতে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে বায়তুল মোকাররমের উত্তর গেটে জড়ো হতে থাকে নেতাকর্মীরা। সেখান থেকে ফ্রান্স দূতাবাস অভিমুখে গণমিছিল করার কথা রয়েছে। সংগঠনটির ঢাকা মহানগরীর উদ্যোগে এ কর্মসূচি পালিত হচ্ছে।

রোববার সন্ধ্যায় হেফাজত মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী ও সংগঠনটির ঢাকা মহানগরীর সভাপতি আল্লামা নূর হোসাইন কাসেমী গণমাধ্যমে প্রেরিত আলাদা বিবৃতিতে নেতাকর্মীদের প্রতি এ আহ্বান জানান।

ইউএইচ/

Exit mobile version