Site icon Jamuna Television

ঝালকাঠিতে পুলিশি বাঁধায় নারীদের বিক্ষোভ মিছিল পণ্ড

ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠির নলছিটির সুবিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান সিকদারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ইউনিয়নের মানববন্ধন করেছে নারীরা। বিক্ষোভ মিছিল ও সমাবেশ পুলিশের বাঁধার মুখে পন্ড হয়ে যায়।

সোমবার সকাল ১১টায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে সুবিদপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন। মানববন্ধনে বক্তব্য দেন, মহিলা আওয়ামী লীগ নেত্রী পারভিন বেগমসহ আরো অনেকে।

বক্তারা বলেন, গত নির্বাচনে আব্দুল মান্নান সিকদার চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় এলাকার মাদকসেবী ও মাদক ব্যবসায়ীরা কোনঠাসা হয়ে পরে। ওই চক্রটি বর্তমান চেয়ারম্যান আব্দুল মান্নান সিকদারের বিরুদ্ধে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারই ধারাবাহিকতায় জনপ্রিয় চেয়ারম্যান মান্নান সিকদারের বিরুদ্ধে নানা ষড়যন্ত্রমূলক মিথ্যা অপপ্রচার শুরু করেছে। তাদের মিথ্যা অপপ্রচার বন্ধ করা না হলে কঠোর আন্দোলন চালিয়ে যাওয়ার কথা ব্যাক্ত করেন বক্তারা।

মানববন্ধনে দলীয় নেতা কর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার কয়েক শতাধিক নারী ও পুরুষ অংশ নেয়।

Exit mobile version