Site icon Jamuna Television

জয়পুরহাটে ধর্ষণের মিথ্যা মামলা করায় নারীর ৫ বছরের জেল

জয়পুরহাট প্রতিনিধি:

জয়পুরহাটে ধর্ষণের মিথ্যা মামলা করার দায়ে মামলার বাদি লিলিফা বানুকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার বিকেলে জয়পুরহাটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মোহাম্মদ রুস্তম আলী এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত লিলিফা বানু জয়পুরহাট সদর উপজেলার সুন্দরপুর গ্রামের শাহজান আলীর মেয়ে।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, জয়পুরহাট সদর উপজেলার সুন্দরপুর গ্রামে ২০১৯ সালের ২২শে জুন নিজ বাড়িতে লিলিফা বানু রাতে একা রুমে শুয়ে পড়েন। একই গ্রামের রুহুল আমিন রাতে কৌশলে ঘরের দরজা খুলে প্রবেশ করে ধর্ষণ করে। পরদিন লিলিফা বানু জয়পুরহাট নারী ও শিশু নির্যাতন দমন আদালতে মামলা করলে বিচারক পুলিশকে মামলার তদন্তের নির্দেশ দেন।

পরে সাক্ষি প্রমাণে জানা যায়, পূর্ব শত্রুতার জেরে এই মামলার আসামিকে শাস্তি দিতেই এমন মিথ্যা মামলা করা হয়েছে। ধর্ষণের এমন মিথ্যা মামলা করায় লিলিফা বানুকে ৫ বছরের কারাদণ্ড ও একই সাথে আসামি রহুল আমিনকে এ মামলা থেকে অব্যাহতির আদেশ দেন বিচারক।

রাষ্ট্র পক্ষের আইনজীবি (পিপি) অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে এ তথ্য প্রদান করেন।

Exit mobile version