Site icon Jamuna Television

কাবুল বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীদের হামলায় নিহত ২২

ছবি: স্কাই নিউজ।

আফগানিস্তানের কাবুল বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীদের হামলায় প্রাণ গেছে কমপক্ষে ২২ জনের। আহত হয়েছে আরও ২২ জন।

কয়েক ঘণ্টার পাল্টা অভিযানে তিন হামলাকারীকে হত্যা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে নিরাপত্তা বাহিনী। এক বিবৃতিতে সোমবারের এ হামলার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী আইএস।

জানা গেছে, বিশ্ববিদ্যালয় এলাকায় একটি ইরানি বইমেলা শুরু হওয়ার কিছুক্ষণ আগেই হয় এ হামলা। আফগান সরকারি কর্মকর্তারা আমন্ত্রিত ছিলেন ওই অনুষ্ঠানে। তবে এই হামলার নিন্দা জানিয়েছে তালেবান। গত মাসেই কাবুলের একটি শিক্ষা কেন্দ্রে আইএসের হামলায় প্রাণ যায় ২৪ জনের।

Exit mobile version