Site icon Jamuna Television

‘জাতিকে অভিভাবক শূন্য করতেই জাতীয় ৪ নেতাকে হত্যা করা হয়েছিল’

ফাইল ছবি।

জাতিকে অভিভাবক ও নেতৃত্বশূন্য করতেই কারাগারে জাতীয় ৪ নেতাকে হত্যা করা হয়েছিল বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মঙ্গলবার সকালে জেলহত্যা দিবসে শহীদ জাতীয় নেতাদের স্মরণে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো শেষে তিনি একথা জানান।

কাদের বলেন, ৭৫ এর জেলহত্যার ঘটনার অনেক কিছুই অজানা। সে সময় একটি দূতাবাসের ভূমিকা ধোয়াশাপূর্ণ বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। এর আগে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়। পুষ্পস্তবক অর্পণ করেছেন আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠন।

Exit mobile version