Site icon Jamuna Television

পুতিনের পোষা কুকুরের মতো আচরণ করছে ট্রাম্প: বাইডেন

ডোনাল্ড ট্রাম্প পুতিনের পোষা কুকুরের মতো আচরণ করছেন বলে বিস্ফোরক মন্তব্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেনের।

সোমবার প্রচারণার শেষ পর্যায়ে বাইডেন বলেন- ‘ট্রাম্প বড়াই করেন বেড়ান, তার মতো শক্তিশালী রাজনীতিবিদ আর কেউ নেই। অথচ বাস্তবে দেখুন, তিনি কী পুতিনের পোষা কুকুরের মতো আচরণ করছেন না?’

যুক্তরাষ্ট্রের বহুল আলোচিত প্রেসিডেন্ট নির্বাচন আজ। এদিকে শেষ দিনের প্রচারণায়ও ভোটগণনার দীর্ঘসূত্রতা নিয়ে শঙ্কা জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। বলেছেন, ফলাফল নিয়ে আদালতে লড়াইয়ের প্রস্তুতি নিয়ে রেখেছেন তিনি।

অন্যদিকে হুঁশিয়ারি বাইডেন দিয়ে বলেন, এরকম মানুষের (ট্রাম্পের) প্রেসিডেন্ট হওয়ার কোনো যোগ্যতাই নেই। তাকে (ট্রাম্পকে) বলছি, নিজের ব্যাগ গুছিয়ে রাখুন, হোয়াইট হাউজ ছাড়ার জন্য প্রস্তুত হোন।

শেষ প্রচারণায় পরিবারের সদস্যদের নিয়ে নর্থ ক্যারোলাইনা, পেনসিলভানিয়া, উইসকনসিন এবং মিশিগানে সমাবেশ করেন ট্রাম্প। অন্যদিকে সুইং স্টেট পেনসিলভানিয়া ও ওহাইওতে গণসংযোগ চালান বাইডেন। তার পক্ষে মাঠে নামেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা, পপতারকা লেডি গাগাসহ অনেকে।

Exit mobile version