Site icon Jamuna Television

জামিন আবেদন শুনানির দিনে মানবতাবিরোধী মামলার আসামির মৃত্যু

মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধ মামলার আসামি সালামত উল্লাহ খান। জামিন চেয়ে আবেদন করেছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। আদালতের আজকের কার্যতালিকায় ছিল সেই আবেদনের শুনানি। কিন্তু মঙ্গলবার মৃত্যু হয় সালামত খানের।

দীর্ঘদিন কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের থাকা সালামত উল্লাহ খান রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকালে মারা যান।

আসামির মৃত্যুর সংবাদ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে অবহিত করেন তার আইনজীবী আব্দুস সাত্তার পালোয়ান। তিনি সাংবাদিকদের জানান, ‘সালামত উল্লাহ খান অনেক দিন ধরে অসুস্থ ছিলেন। আজ তার জামিন আবেদন ট্রাইব্যুনালে শুনানির জন্য কার্যতালিকায় ছিল। তবে সকালেই তিনি মারা যান।’

মৃত্যুর বিষয়টি ট্রাইব্যুনালকে অবহিত করার পরে ট্রাইব্যুনাল তার জামিন আবেদনটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন।

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সালামত উল্লাহ খানসহ অন্য আসামিদের বিরুদ্ধে করা মামলাটি বর্তমানে সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে।

Exit mobile version