Site icon Jamuna Television

জনস্বাস্থ্য ইন্সটিটিউট এবং সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক ওএসডি

জনস্বাস্থ্য ইন্সটিটিউটের পরিচালক আবদুর রহিম।

জনস্বাস্থ্য ইন্সটিটিউটের পরিচালক আবদুর রহিমকে ওএসডি করা হয়েছে। আজ মঙ্গলবার এক প্রজ্ঞাপনে সরকারের এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

নারীদের হিজাবসহ টাকনুর নিচে কাপড় পরিধান এবং পুরুষ সহকর্মীদের টাকনুর উপরে কাপড় পরিধানের বিজ্ঞপ্তি দিয়ে সমালোচনার মুখে পড়েন জনস্বাস্থ্যের পরিচালক আবদুর রহিম। এই ঘটনার সাত দিনের মাথায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় তাকে ওএসডির সিদ্ধান্ত জানায়।

সেই সঙ্গে সোহরাওয়ার্দী মেডিকেলের পরিচালক ডা. উত্তম কুমার বড়ুয়াকেও ওএসডি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, স্বাস্থ্য অধিদফতরে ওএসডিতে থাকা ডা. তানভীর আহমেদ চৌধুরী জনস্বাস্থ্য ইন্সটিটিউটের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন।

Exit mobile version