Site icon Jamuna Television

কুষ্টিয়ায় ট্রাক-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৫

কুষ্টিয়ায় ট্রাক-অ্যাম্বুলেন্স সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। হতাহতরা সবাই অ্যাম্বুলেন্সের আরোহী ছিলেন।

মঙ্গলবার বিকেল সাড়ে তিনটার দিকে সদরের বিত্তিপাড়ায় কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, নিহতদের মধ্যে এক নারী পাবনা মানসিক হাসপাতালে ভর্তি ছিলেন। তাকে আজ রিলিজ দেয়া হয়। ওই নারীকে নিয়ে পরিবারের সদস্যরা অ্যাম্বুলেন্সে নড়াইলে ফিরছিলেন।

তিনি বলেন, তারা বিত্তিপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বিএডিসির একটি ট্রাকের সাথে সংঘর্ষ হয় অ্যাম্বুলেন্সের। এতে ঘটনাস্থলেই নিহত হন ৫ জন। আহত একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের পরিচয় তাৎক্ষিণকভাবে জানা যায়নি।

ইউএইচ/

Exit mobile version