Site icon Jamuna Television

পাম বিচের একমাত্র মাস্ক ছাড়া ভোটার মেলানিয়া

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে ফ্লোরিডার পাম বিচ কাউন্টিতে ভোট দিলেন মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। স্থানীয় সময় ৩ নভেম্বর ভোট দেওয়ার সময় তার মুখে মাস্ক ছিল না। যদিও ভোটারদের মাস্ক পরে ভোট দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে। 

জানা গেছে, কড়া নিরাপত্তায় স্থানীয় সময় সকাল ১০টায় পাম বিচের মর্টন অ্যান্ড বারবারা মান্ডেল রিক্রিয়েশন সেন্টারে হাজির হন মেলানিয়া। পাঁচ মিনিট কেন্দ্র পরিদর্শন করে দেখেন মিসেস ট্রাম্প। সেখানে তখন তিনিই ছিলেন একমাত্র ভোটার।

গত মাসে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন মেলানিয়া। পরে সুস্থ হয়েছেন। কিন্তু করোনা বিধি মেনে মাস্ক পরেননি তিনি।

ভোট প্রদান শেষে মেলানিয়া বলেন, আজ ভোটের দিন। আমি তাই চেয়েছিলাম এখানে ভোটের দিন এসে ভোট দিতে। সবকিছু খুব সুন্দরভাবে চলছে এখানে।

Exit mobile version