Site icon Jamuna Television

নাচ দেখিয়ে ভোটার টানছেন ট্রাম্প!

চলছে বর্তমান বিশ্বের সুপার পাওয়ার খ্যাত মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। প্রতিবারের মতোই সারা বিশ্বে আলোচনার তুঙ্গে রিপাবলিকান ও ডেমোক্রেটিক পার্টির দুই প্রার্থী। এবারের নির্বাচনে রিপাবালিকান দলের প্রার্থী বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্রেটিক দলের প্রার্থী সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন।

ভোট নিয়ে বাইডেনের চেয়ে বেশি উচ্ছাসিত ট্রাম্প। শেষ দিনের প্রচারণার অংশ হিসেবে ব্যক্তিগত টুইটার হ্যান্ডেল ও ফেসবুক পেজে পোস্ট করেছেন নিজের নাচ সম্বলিত একটি ভিডিও। আর সেই ভিডিও’র ক্যাপশন দিয়েছেন ‘ভোট! ভোট! ভোট!’।

ভিডিওতে ট্রাম্পকে বিভিন্ন সুরের তালে বিভিন্ন ঢঙ্গে নাচতে দেখা যায়। সেইসাথে তার সাথে তাল মেলাতে থাকেন সমর্থকরাও।

https://twitter.com/realDonaldTrump/status/1323534663453913093

Exit mobile version