Site icon Jamuna Television

ট্রাম্পের টুইটবার্তা মুছে দিলো টুইটার কর্তৃপক্ষ

আরও চার বছরের জন্য মার্কিন প্রেসিডেন্ট হতে যাচ্ছেন, টুইটবার্তায় এমন প্রত্যয় ডোনাল্ড ট্রাম্পের। বুধবার ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের বক্তব্যের পরপরই টুইট করেন ট্রাম্প।

তিনি দাবি করেন, জয় পেতে যাচ্ছেন বড় ব্যবধানে। বিরোধীদের বিরুদ্ধে ভোট চুরির চেষ্টার অভিযোগও করেন ট্রাম্প। বলেন, ভোট জালিয়াতির কোনো সুযোগ দেবেন না বিরোধীদের। রাতেই সমর্থকদের উদ্দেশে বক্তব্য রাখবেন বলেও জানান টুইটবার্তায়।

তবে বিভ্রান্তি তৈরি করতে পারে বলে ট্রাম্পের টুইটবার্তা মুছে ফেলেছে টুইটার কর্তৃপক্ষ।

ইউএইচ/

Exit mobile version