Site icon Jamuna Television

ট্রাম্প-বাইডেন দু’জনের টুইটেই জয়ের সুবাস!

স্মরণকালের অন্যতম হাড্ডাহাড্ডি লড়াই দেখা গেলো মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে। সকল নির্বাচনী পূর্বাভাস, জরিপকে ভুল প্রমাণ করে বিজয়ী হওয়ার লড়াইয়ে ভালোভাবেই আছেন রিপাবলিকান প্রার্থী ও বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সবশেষ প্রাপ্ত ফলাফলে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের ২২৫ ইলেক্টোরিয়াল ভোটের বিপরীতে ২১৩ ভোট পেয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। বাইডেনের চেয়ে ১২ ইলেক্টোরালে পিছিয়ে থাকলেও সুইং স্টেটগুলোতে সুবিধাজনক অবস্থানে আছেন তিনি।

আজ দুপুরে (বাংলাদেশ সময়) দুই প্রার্থীই টুইট করে জয়ের ব্যাপারে আশাবাদ জানিয়েছেন। ট্রাম্প লিখেছেন, আমি আজ রাতে স্টেটমেন্ট দিচ্ছি। বড় জয়!

অন্যদিকে, বাইডেনও দাবি করছেন তিনি স্বস্তিকর অবস্থানে আছেন। টুইটে লিখেছেন, যেখানে আছি সেটি নিয়ে আমরা ভালো বোধ করছি। আমরা বিশ্বাস করি, নির্বাচনে জয়ের পথে আমরা আছি।

শেষ হাসি কে হাসবে তা সময়ই বলে দেবে। তবে হাড্ডাহাড্ডি এক লড়াই দেখলো যুক্তরাষ্ট্র নির্বাচন।

Exit mobile version